মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুতের অনুরোধ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরো গতিশীল করার সুপারিশ করা হয়। এছাড়া সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে কাজের পরিধি বৃদ্ধির পাশাপাশি বাস্তবতার নিরিখে সকল পর্যায়ে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে বুধবার অনুষ্ঠিত ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটি’র ২০তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ। কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে সংসদের ফ্লোরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা; গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে দেওয়া মতামত পর্যালোচনা করা হয়।
কমিটি প্রদত্ত প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য ‘মুক্তিযুদ্ধভিত্তিক প্যানোরমা’ শীর্ষক প্রকল্প বাস্থবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে আইএমইডি’র সচিব প্রদিপ রঞ্জন চক্রবর্তী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক ও জামুকার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই