কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। মামলার অপর আসামিরা হলেন- আলজাজিরার এডিটর জেনারেল মোস্তেফা স্যোউগ, তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।
বিডি-প্রতিদিন/শফিক