তদন্ত চলাকালে আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির নকল কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ হত্যা মামলার আসামির পক্ষে এক আবেদন শুনানি নিয়ে এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান।
পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, গত বছরের ৪ জুলাই নাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের মামলায় আসামি লিপন পাটোয়ারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নিম্ন আদালতে আসামি ওই জবানবন্দির নকল চেয়ে আবেদন করেন। নিম্ন আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।
ওই আদেশের বিরুদ্ধে আসামি হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় আবেদন দায়ের করেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং সাক্ষ্য আইন অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটি পাবলিক ডকুমেন্ট। এই দলিল পেতে আসামি পক্ষে কোনো আইনি বাধা নিষেধ নেই।
আদালত আবেদন শুনানি নিয়ে ৪ সপ্তাহের রুল জারি করেন।
বিডি প্রতিদিন/আরাফাত