ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের গ্রেফতারের দাবিতে আগামী সোমবারের (৬ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণাকে সম্মান জানিয়ে এই হরতাল প্রত্যাহারের জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি।
শনিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। কেননা ইসলাম সন্ত্রাস সমর্থন করে না এবং রাষ্ট্রীয় সম্পদ এটি দেশের সকলের সম্পদ। এই সম্পদ কারো ক্ষতি করে না। এই সম্পদ কারো শত্রু হয়ে দাঁড়াতে পারে না। হেফাজতের এই তাণ্ডব সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা হাসিল এবং ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন, মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, হাফেজ মাওলানা আবদুল আজিজ, মাওলানা মুফতি শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন