শিরোনাম
১৫ এপ্রিল, ২০২১ ০২:৪২

‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে ৮ কোটি হিট, পাস আড়াই লাখ

অনলাইন ডেস্ক

‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে ৮ কোটি হিট, পাস আড়াই লাখ

লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস ওয়েবসাইটে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় আট কোটি বার হিট হয়েছে, যা প্রতি মিনিটে ২১ হাজারেরও বেশি।

পুলিশ সদর দফতর জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি।

এ পর্যন্ত অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ ১০ হাজার জন। যাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা চলাকালীন জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দিচ্ছে পুলিশ। movementpass.police.gov.bd ওয়েবসাইটটিতে পাসের জন্য আবেদন করতে হয়।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর