১১তম জাতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ‘সি’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন কুষ্টিয়ার গোলাম ইশতিয়াক সাদাত। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী। শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।
দেশের ৬৪ জেলা থেকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে ৯ হাজার ৮০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ২ হাজার ৯০০ জন উত্তীর্ণ হন। জাতীয় পর্যায়ে ১১শ’ জনের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভকারীসহ ৯৫ জনকে পুরস্কৃত করা হয়।
এই তিন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীসহ টিকে থাকাদের মধ্যে ট্রেনিংয়ে বাছাই করা পাঁচজন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন/ফারজানা