সরকার নানাভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করে বিভক্ত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, বিভক্ত জনগণকে আমাদের একতাবদ্ধ করতে হবে। দেশের গণতন্ত্র ও আইনের শাসনের স্বার্থেই মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
আজ ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জয়নাল আবদীন, মজিবর রহমান সারোয়ার, বিলকিস জাহান শিরীন, আকন কুদ্দুসুর রহমান, জেবা আমিনা গাজী, রফিকুল হক জামাল প্রমুখ।
তিনি বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য-তা হচ্ছে এই সরকারকে সরাতে হবে। এই সরকারকে সরাতে পারলেই দেশে গণতন্ত্র ফিরবে, দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আরাফাত