মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে পৃথক দু’টি মাদকের মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় ও মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।
ডিবির স্পেশাল ক্রাইম ও সাইবার বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে। আমরা তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করবো। রিমান্ড পেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ররিবার রাতে রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করা হয়। এরপর গভীর রাতে মোহাম্মদপুরে একটি বাসা থেকে ইয়াবাসহ কথিত মডেল মৌ আক্তারকে আটক করে ডিবি।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, রবিবার রাতে প্রথমে বারিধারার পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে মাদকদ্রব্যসহ পিয়াসাকে আটকের পর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায়। সেখান থেকে অন্তত এক ডজন বিদেশি মদ, পাঁচ প্যাকেট ইয়াবাসহ মৌকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন