শিরোনাম
- প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুলে শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক আলোচনা
- প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্কুলে শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক আলোচনা
- রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলা, শিবিরকে দায়ী করে ছাত্রদলের বিক্ষোভ
- তথ্য কমিশনের সচিব হলেন রকিবুল বারী
- মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেফতার ৪
- ওমানে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন
- কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই
- চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ ৬ জুন
- ডিআরএস ছাড়াই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
- ২২ দেশের নারী পুলিশের সমন্বয় করবেন এআইজি শামীমা
- স্টিলথ যুদ্ধবিমান তৈরি করবে ভারত
- বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন
- সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল
- রাজশাহীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার
- পাচার হওয়া ৩৬ নারী-কিশোর-শিশুকে হস্তান্তর করলো ভারত
- ঈদুল আজহায় আন্তরিকভাবে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
- দেশের মানুষের এখন মাথাপিছু আয় ২৮২০ ডলার
- ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: চসিক মেয়র
- সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৮
- স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক
মসজিদে জামাতে নামাজে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সরকারের আরোপিত কঠোর বিধি-নিষেধ চলাকালে মসজিদে জামায়াতে নামাজের জন্য আবশ্যিকভাবে নিম্নবর্ণিত শর্ত পালনের জন্য নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সেইসঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার সরকারি এক তথ্যবিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়। নির্দেশনাগুলো হলো:
• মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে;
• প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করে শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করতে হবে;
• ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে;
• মসজিদে কার্পেট বিছানো যাবে না;
• পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে;
• মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে; নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে;
• শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করা হতে বিরত থাকতে হবে;
• সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে;
• মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;
• করোনা মহামারির এ বৈশ্বিক মহাবিপদ হতে রক্ষা পেতে বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ ও কোরআন তিলাওয়াত করতে হবে;
• আমাদের কৃত অন্যায়-অপরাধের জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে;
• খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সরকারের আরোপিত বিধিনিষেধকালীন মসজিদে নামাজ আদায় ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে করণীয় বিষয়ে আজ (৬ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনাগুলো বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে অন্যান্য সকল ধর্মীয় প্রতিষ্ঠান/উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
এই বিভাগের আরও খবর