১৫ অক্টোবর, ২০২১ ১৬:৪৯

১১ ঘণ্টা পর সচল মোবাইলের থ্রিজি ও ফোরজি সেবা

অনলাইন প্রতিবেদক

১১ ঘণ্টা পর সচল মোবাইলের থ্রিজি ও ফোরজি সেবা

প্রতীকী ছবি

প্রায় ১১ ঘণ্টা পর সচল হতে শুরু করেছে মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।

এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার ভোর ৫টা দিক থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ ছিল।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর