১৭ অক্টোবর, ২০২১ ১৭:৫৬

জরুরি ভিত্তিতে চীন থেকে কেনা হচ্ছে ৯ কোটি সিরিঞ্জ

অনলাইন ডেস্ক

জরুরি ভিত্তিতে চীন থেকে কেনা হচ্ছে ৯ কোটি সিরিঞ্জ

ফাইল ছবি

করোনার টিকাদানের জন্য জরুরি ভিত্তিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। রবিবার (১৭ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে চীন থেকে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টিকাদানের জন্য জরুরি ভিত্তিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  

চীন থেকে কেন কেনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চায়না ছাড়া এখন এ মুহূর্তে এ বিপুল সংখ্যক সিরিঞ্জ সাপ্লাই দেওয়ার মতো কারো ক্যাপাসিটি নেই। সরাসরি ক্রয় পদ্ধতিতে যাওয়ার কারণ হচ্ছে সময়কে যতটা সংক্ষিপ্ত করা যায়। কারণ একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে, অন্যদিকে ভ্যাকসিন চলে আসবে। কিন্তু সিরিঞ্জ না থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে না। সেজন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর