প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের চত্বরে দাফন করা হবে। আজ মঙ্গলবার সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়। ইতোমধ্যে কবর খননের কাজ শেষ হয়েছে। দাফনের আগে তাকে শ্রদ্ধা জানানোর জন্য রাবির শহীদ মিনারে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যজন ও রাবি শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হবে জ্ঞানের বাতিঘর অধ্যাপক হাসান স্যারকে।
এর আগে গতকাল সোমবার রাতে ৮৩ বছর বয়সে নিজ বাসায় শেষ মারা যান প্রখ্যাত এই কথাসাহিত্যিক।
অধ্যাপক মলয় ভৌমিক জানান, বেলা সাড়ে ১১টার দিকে হাসান আজিজুল হকের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তার মরদেহ নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১২টায় তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।
এদিকে হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তারা প্রখ্যাত কথাসাহিত্যিকের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর