বিএনপি দেশে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা শুরু করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে যে নির্বাচন হলো বাংলাদেশে, সেই নির্বাচনে বিএনপি অত্যাচার, নির্যাতন, মানুষ হত্যা করা, মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করেছিল। তারা সে সময় নির্বিচারে মানুষ হত্যা করেছে অপারেশন ক্লিনহার্টের নামে। আজকে ক্রসফায়ার নিয়ে তারা কথা বলে। এই ক্রসফায়ার শুরুই করলো বিএনপি। তারা র্যাব সৃষ্টির মাধ্যমে ক্রসফায়ারে মানুষকে হত্যা করে।
এ সময় সংসদে প্রধানমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠা নিয়ে কাজ না করলে দেশের এতো উন্নয়ন সম্ভব হতো না।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশপ্রেম ও নিষ্ঠার অভাবে ৭৫' এর পর কোনো উন্নয়ন হয়নি। বরং দেশের অর্থ তুলে দেয়া হয়েছে অন্যের হাতে।
অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন