রংপুরে তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলা ও বিড়ি শিল্প এলাকা হিসেবে খ্যাত হারাগাছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুভ সংঘের সহযোগিতায় দুই স্থানে ৩০০ জন করে মোট ৬০০ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
আজ শনিবার সকালে গঙ্গাচড়া উপজেলায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণকালে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া। এসময় বৃদ্ধ আজিজুল মিয়া বলেন, ‘এই শীতে কম্বল পায়া খুব উপকার হইল বাহে। যারা কম্বল দিয়া উপকার করিল আল্লাহ যেন তাদের ভাল রাখেন।’
হারাগাছে কম্বল পেয়ে ৬০ বছরের বিধবা সামিনা খাতুন বলেন, ‘মোর স্বামী নাই- কোন ছাওয়া (ছেলে) নাই। তোমরা বাহে ছাওয়ার কাম করলেন। মুই দোয়া করি যারা মোক কম্বল দিচে আল্লাহ যেন ওমার ভাল করেন।
এদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী মো. মোনায়েম হোসেন ফারুক, আবদুল হালিম সুরুজ, সাহাদাত হোসেন সাজ্জাদ, মো. মমিনুর রহমান মাস্টার, এনামুল হক, রেজানুল হক ও মো. আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, গঙ্গাচড়া সরকারি কলেজ প্রভাষক আব্দুল হাকিম, খাইরুল ইসলাম মিলন, রায়হান কবির, রকি প্রামানিক, মিরাজুল ইসলাম, মিল্লাত মিয়া, ফারজানা আক্তার নওরীন, তুহিন ইসলাম, বিষ্ণু চন্দ্র রায়, আলপনা রিতু, শারমিন সুলতানা, মিরান আহমেদ, সাওন, শাকিল আহমেদ, সীমা আক্তার, মোর্শেদুল, শাফিন, রাইহান মিয়া, রাশেদুজ্জামান, মেহেদী হাসান প্রান, রাকিবুল রাঙ্গা, প্রান্ত কুমার সরকার, নাবিউল, ইসতিয়াক, নাজিরুল, সাকিব খান মান্না, সুজন মিয়া, ভারত রায়, আয়শা সিদ্দিকা মনীষা. শুভ রায় চৌধুরী, হাসান আলী ও আসমা আক্তার রীতু প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক