জাপান থেকে আসা সেই দুই শিশুকে সাড়ে ১১টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তাদের মা ডা. এরিকো নাকানোর কাছে দুই দিন রাখার আদেশ প্রতিপালন না করায় সোমবার (১৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে রবিবার (১২ ডিসেম্বর) মায়ের আবেদনের শুনানি নিয়ে দুই শিশুকে দুই দিন মায়ের কাছে রাখার আদেশ দেন। একইসঙ্গে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করে তাদের আপিল বিভাগে নিয়ে আসার আদেশ দেন। কিন্তু আদেশ মতো রবিবার রাত ১০টায় শিশুদের মায়ের কাছে হস্তান্তর করা হয়নি বলে সোমবার সকালে আদালতকে অবহিত করেন মায়ের আইনজীবী। এরপর আদালত দুই শিশুকে সাড়ে ১১টায় হাজির করানোর নির্দেশ দেন।
আদালতে মায়ের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাবারপক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
বিডি প্রতিদিন/আরাফা