গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাই রাজধানী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ২২ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এছাগা পহেলা জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।
বিডি-প্রতিদিন/শফিক