আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, প্রায় এক সপ্তাহ পর থার্মোমিটারের পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রাতের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ বুধবার সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে, কাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়বে। শুক্রবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়া রাতের তাপমাত্রা কমতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক