বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার প্রিয় কর্মস্থলের দীর্ঘদিনের সহকর্মীরা।
কর্মস্থল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) পত্রিকা বাংলাদেশ প্রতিদিন প্রাঙ্গনে আজ রবিবার দুপুর সোয়া ৩টায় তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা করা হয়।
জানাজায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, তাহজিব আলম সিদ্দিকী এমপি, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলাম, রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমান ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, সহকারী সম্পাদক কালাম আজাদ, অনলাইন ইনচার্জ শামসুল হক রাসেল, চট্টগ্রামের ব্যুরো চিফ রিয়াজ হায়দার চৌধুরী, বিজ্ঞাপন বিভাগের প্রধান সালাউদ্দিন আহমেদ, সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু, ইডব্লিউএমজিএল-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান আনিসুজ্জামান তালুকদার, বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত লেখক মেজর (অব.) নাসির উদ্দিন আহাম্মেদসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস, অনলাইন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, রেডিও ক্যাপিটালের সাংবাদিক, কর্মী ও কর্মকর্তারা জানাজায় অংশ নেন। এছাড়া নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহার নেতৃত্বে প্রতিষ্ঠানটির সাংবাদিকরা ফুলেল শ্রদ্ধা জানান।
পীর হাবিবের মরদেহ বাংলাদেশ প্রতিদিন প্রাঙ্গনে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘদিনের সহকর্মীরা অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে তারা সারিবদ্ধভাবে শেষবারের মতো প্রিয় সহকর্মীর মুখটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
জানাজা নামাজের আগে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। পরিবারের পক্ষে প্রয়াত পীর হাবিবের ছোট ভাই পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও ছেলে আহনাফ ফাহমিন অন্তর।
এর আগে শনিবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ এশা রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্ক জামে মসজিদে কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রবিবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় এবং বাদ যোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
আগামীকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে পীর হাবিবুর রহমানের মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।
বরেণ্য এই সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্টের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে।