জাতীয় ওলামা পার্টির ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন দেন।
মাওলানা ড. মুহম্মাদ ইরফান বিন তোরাব আলীকে আহ্বায়ক এবং মাওলানা এস এম আল জুবায়েরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
জাতীয় পার্টির দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কমিটিতে ক্বারী হাবিবুল্লাহ বেলালী ও মুফতি ইমাদ উদ্দিনকে উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মাওলানা খলিলুর রহমান সিদ্দিকীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন-মাও. মুফতি ফিরোজ শাহ, মাও. এরশাদ উল্লাহ আকমল, মাও. আব্দুর রব, মাও. মুফতি হারুন অর রশীদ, মাও. মুফতী রহমত উল্লাহ, মাও. মুফতী নাজমুল হুদা সারোয়ার, মাও. মুফতী আলামিন, মাও. মুফতী এম এ সালাম, মাও. মুফতী ওলি উল্লাহ্, মাও. মুফতী হারুনুর রশীদ, মাও. মুজিবুর রহমান সরকার, মাও. ওমর ফারুক, মাও. এমরানুল হক, মাও. শফি উল্লাহ জিহাদী, মাও. এনামুল হক, আলহাজ্ব হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, মাও. আব্দুল বাতেন ও সদস্য এইচ কে এম নুরুল্লাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন