নির্বাচন কমিশনের কেউ অপকর্মে যুক্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় দুর্নীতিমুক্ত হয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।
সিইসি বলেন, ‘কমিশন একটা অঙ্গীকার করে ফেলেছে। কোনো অঙ্গীকার করতে নেই। যদি করা হয়, সে অঙ্গীকার অন্তরে ধারণ করতে হয়। পালন করতে হয়। না হলে আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল না-ও হতে পারি। কিন্তু গণমানুষের যে ভোটাধিকার ,সেটা বাস্তবায়নের সাংবিধানিক দায়িত্ব আমাদের পালন করতে হবে।’
বুধবার বিকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাবিপত্তির মুখোমুখি হতে পারেন। সে ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে যে ইসি তাদের পাশে দাঁড়াবে, যাতে মুক্তভাবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
বিডি প্রতিদিন/আরাফাত