এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের মধ্যে বৈঠক হয়েছে। রবিবার রাতে অলির মহাখালীর ডিওএইচএসের বাসায় রাত ৮টা থেকে তিন ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
জানতে চাইলে আজ সোমবার ড. অলি আহমদ সাংবাদিকদের বলেন, 'আ স ম আব্দুর রব সাহেব বাসায় এসেছিলেন। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে এলডিপি জাতীয় সরকারের দাবি তুলেছি। একইভাবে আ স ম আব্দুর রবের দলও জাতীয় সরকারের দাবি তুলেছে। আ স ম রব জানতে চেয়েছেন, জাতীয় সরকার বলতে এলডিপি কী চায়। এ নিয়ে আলোচনা হয়েছে।'
আ স ম রব বলেন, ‘অলি আহমদের জন্মদিন ছিল। তাকে শুভেচ্ছা জানাতে গেছি। যেহেতু আমরা দুজন রাজনীতিবিদ, তাই আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কথা হয়েছে।’
বৈঠকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং জেএসডি’র সহসভাপতি তানিয়া রব উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন