ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে খোলে নিউমার্কেটের দরজা। গতকাল ক্রেতা না থাকলেও আজ জমজমাট হয়ে উঠেছে নিউমার্কেট।
সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে বুধবার পর্যন্ত।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত নাহিদ (১৮) ও মোরসালিন (২৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ১৫ জন সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে দুদিন বন্ধ থাকে নিউমার্কেটের যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম। বুধবার রাতে ব্যবসায়ী, মালিক সমিতি এবং শিক্ষার্থীদের যৌথ আলোচনায় বৃহস্পতিবার নিউমার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ চিরচেনা রূপে ফিরে গেছে নিউমার্কেট। চাঁদনী চক, গাউছিয়া, নূরজাহান মার্কেট ক্রেতাদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। বিক্রেতারা ব্যস্ত কাস্টমার ডাকাডাকিতে। ক্রেতারাও তাদের পছন্দসই পণ্যের জন্য ভিড় জমাচ্ছেন দোকানে।
ক্রেতাদের নিরাপত্তা এবং অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য পুলিশের একটি দল নিউমার্কেট এলাকায় সার্বক্ষণিক নিয়েজিত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন