বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’
শুক্রবার এক স্মরণসভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি রেস্টুরেন্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং স্বাধীনতা ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মরহুম প্রকৌশলী এম আজিজুল ইসলামের স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তারা দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। মানুষ ন্যায়বিচার পায় না।’
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবের রাষ্ট্রদূত ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, ‘যে লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি তা আজ ভূলুণ্ঠিত। আজকেও শোষণ-নির্যাতন-নিপীড়ন অব্যাহত।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মরহুম এম আজিজুল ইসলামের ছেলে জাওয়াদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ