গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার সকাল থেকেই প্রায় ৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় ৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। হাইওয়ে পুলিশ যানবাহনের সঠিক তদারকি জন্য কাজ করে যাচ্ছে যাতে যাত্রীরা সঠিকভাবে পরিবহন চলাচল করতে পারে। কিছু যানবাহনের অসাধু চালক ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
সালনা হাইওয়ে থানা ওসি ফিরোজ হোসেন জানান, কোন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে ওই গাড়ির ড্রাইভারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য সর্বাধিক কাজ করে যাচ্ছে তারা। তবে চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানবাহনের কিছু জটলা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ