সংসদ প্লাজায় অনুষ্ঠিতব্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা স্থগিত করা হয়েছে। রাজধানীর গুলশান আজাদ মসজিদ ও কেন্দ্রীয় শহীদ মিনারের জানাজা যথারীতি হবে।
এরপর দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেওয়া হবে। পরে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে সিলেটে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন