বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছে। তার স্ত্রী লুনার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। লুনা জানিয়েছেন ইলিয়াস আলীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারছেন না। তার গাড়ির ট্যাক্স দিতে পারছেন না। এই বিষয়গুলো তার পরিবারের কাছে একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এ সব কথা জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ইলিয়াস আলীর মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সব কলেজে মেয়েকে ভর্তি করছিল না। পরিবর্তীকালে অনেক চেষ্টা-তদবির করে মেয়েকে ভর্তি করানো হয়েছে। এটা শুধু ইলিয়াস আলীর পরিবারের ক্ষেত্রে নয়, গুম হওয়া সব পরিবারগুলোর সদস্যরা এমন নিদারুণ কষ্টের মধ্যে আছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দলের গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধানে সরকারের কোনো প্রচেষ্টাই দেখা যায় না। ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে কোনো প্রচেষ্টা দেখা যায়নি, যেহেতু সরকারই এখানে জড়িত। যখন ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়, তখন তো মানুষজন দেখেছে যে, আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। যারা দেখেছেন তারাও গুম হয়েছেন, তার গাড়ির চালকও গুম হয়েছেন। এটা খুব পরিষ্কার যে, এই সরকারের দ্বারাই এটা হয়েছে। সেই কারণে তারা এ বিষয়ে উদ্যোগ নেয় না।
মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পরে এটা সারা দেশ এবং আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃস্টি করে এবং গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। বাংলাদেশে আগে এটা ছিল না। এই প্রথম দেখলাম যে রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন