আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
একইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া দক্ষিণ ও দক্ষিণপশ্চিম দিক থেকে ঢাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। আগামী পাঁচদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে ও রংপুরের বদলগাছীতে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিডি-প্রতিদিন/শফিক