এখন পর্যন্ত সাড়ে ১০ লাখ বানভাসি পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে বিএনপি বলে জানিয়েছেন দলটির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত সাড়ে ১০ লাখ বানভাসি পরিবারকে আমরা রিলিফ দিয়েছে। এই রিলিফ দেয়া অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ তহবিলে অর্থ নেওয়ার এক অনুষ্ঠানে টুকু এতথ্য জানান।
তিনি বলেন, আমরা রিলিফ সংগ্রহ করেছি প্রত্যেকটা জেলা ও ইউনিটের নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে। অনেক সাধারণ মানুষও আমাদেরকে টাকা দিয়েছে। জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমরা বন্যার্তদের কাছে পৌঁছে দিয়েছি।
টুকু বলেন, এই দুর্যোগে বিএনপি প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং জনগনের পাশে থাকবে। সরকারের নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যে বিএনপির নেতাকর্মীরা দলের জন্য কাজ করছে। এত নিপীড়নের মধ্যেও তৃণমূলে আমাদের সংগঠন আছে, বিএনপি বেঁচে আছে, কর্মীরা মামলা-মোকাদ্দমা মাথায় নিয়ে কাজ করছে।
বিডি-প্রতিদিন/শফিক