গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে যে কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রবিবার এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর সূত্রে জানা যায়, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে।
আইএসপিআর আরও জানায়, ‘ওই চালানে কোনো অস্ত্র ছিল না এবং চালানটি বিমার আওতাভুক্ত।’
রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার গভীর রাতে সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে সামরিক সরঞ্জাম বহনকারী একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত কার্গোটি ল্যান্ড মাইনসহ প্রায় ১১ টন সামরিক সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসছিল।
গ্রিসের সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং গ্রিক পরমাণু শক্তি কমিশনের কর্মীরা ঘটনাস্থল নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে না যাওয়ার অনুরোধ করেছেন।
আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো উড়োজাহাজটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানান। কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় বিমানের সব ক্রু নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজা স্টেফানোভিচ বলেছেন, কার্গো উড়োজাহাজটি ল্যান্ড মাইনসহ প্রায় ১১ টন সার্বিয়ার তৈরি সামরিক সরঞ্জাম বাংলাদেশে নিয়ে যাচ্ছিল।
ঢাকায় পৌঁছানোর আগে উড়োজাহাজটি জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন