জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি করিম উদ্দিন ভরসা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়য় হয়েছিল ৮৮ বছর। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা এবং আরেক ছেলে কামরুল ইসলাম ভরসা। করিম উদ্দিন ভরসা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সপ্তম ও অষ্টম নির্বাচনে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। করিম উদ্দিন ভরাসার ১০ ছেলে ও ৬ মেয়ে। সম্পত্তি নিয়ে তার সন্তানদের মধ্যে চরম বিরোধ ছিল। পিতা করিম উদ্দিন ভরসাকে নিয়ে সন্তানদের মধ্যে দুটি পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ