বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতি ও ব্যর্থতায় দেশ আজ রসাতলে। স্বাধীনতার পর সকল সূচক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে তারা দুঃশাসন কায়েম করেছে।
শনিবার ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় তিনি আরও বলেন, দেশ রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। তিনি দ্রুত জেলার অধিনস্ত সকল ইউনিট পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের দুঃসময়ে বিএনপি বসে থাকতে পারে না। সরকার জনগণের সাথে প্রতারণা করছে। দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। জনগণের আয় সঙ্কুচিত হয়ে গেছে। জনসাধারণ মানবেতর অবস্থায় দিন যাপন করছে।
তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ উৎপাদনের মিথ্যা প্রচারণা চালিয়ে এখন লোডশেডিং করে জনগণের কাছে ধরা খেয়েছে। লোডশেডিং নিয়েও তারা মিথ্যাচার করছে। এক ঘণ্টা লোডশেডিং এর ঘোষণা দিয়ে ১০/১২ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, তাইয়্যেবুর রহমান হিরন, আসলাম মিয়া বাবুল, হারুন অর রশিদ, আনিসুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন