দেশে যে অ্যান্টিভেনোম আছে তা সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবং এটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম।
সোমবার বিকাল ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের সর্প দংশনবিষয়ক সচেতনতামূলক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যের ডিজি বলেন, প্রত্যেক মানুষের প্রতিরোধ ক্ষমতা বা শরীরে ওষুধের কার্যকরিতা এক রকম না। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের (সিডিসি) মাধ্যমে সারাদেশে অ্যান্টিভেনোম পৌঁছে দেওয়া হয়। এরপরও আমাদের যেসব ঘাটতি আছে সে বিষয়ে কাজ করবো। যে সমস্ত চিকিৎসকরা নতুন যোগ দিয়েছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এসময় তিনি বলেন, প্রত্যেক উপজেলাতেই আমাদের এ অ্যান্টিভেনোম দেওয়া আছে। যাতে মানুষ গ্রামে ওঝার কাছে না গিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে আসে। অনেক সময় হাসপাতালে আনতে আনতেই রোগী মারা যায়। সে ক্ষেত্রে চিকিৎসক ভ্যাক্সিন দেয় না। কারণ জানে যে-এতে লাভ হবে না রোগী মারা যাবে। তাই সমাজের এ ভুল চিন্তা দূর করে মানুষকে সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অ্যান্টিভেনোম প্রকল্পের মুখ্য গবেষক চমেকের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত