সপ্তাহে কর্মঘণ্টা কমিয়ে আনতে চায় চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিকের নেতৃত্বাধীন সরকার। বোরিকের নির্বাচনী ইশতেহারে কর্মঘণ্টা হ্রাস বিষয়ক প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি পূরণে বিল পাশের চেষ্টা করা হচ্ছে।
বিলটিতে পাঁচ বছরের মধ্যে সপ্তাহে কর্মঘণ্টা ৪৫ থেকে ৪০ ঘণ্টায় কমিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। ২০১৭ সালে কংগ্রেসে বিলটি তুলেছিলেন তৎকালীন আইনপ্রণেতা ও বর্তমান সরকারের মুখপাত্র ক্যামিলা ভালেজো। এরপর থেকে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি।
চিলির সংবিধানের নির্দিষ্ট বিধান অনুযায়ী রাষ্ট্রপতি বোরিক বিলটিকে ‘জরুরি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার এমন সিদ্ধান্তের ফলে আইনপ্রণেতারা বিলটি বিবেচনা করতে বাধ্য হবেন।
বোরিকের উদ্যোগের পর এখন আইনপ্রণেতারা বিলে একাধিক পরিবর্তন নিয়ে আলোচনা করবেন। বিলে গণপরিবহনের চালক এবং গৃহকর্মীর মতো বিশেষ ক্যাটাগরির শ্রমিকদের কাজের সময় হ্রাসের বিষয়টি নিয়েও আলোচনা করবে।
চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক মঙ্গলবার বলেন, ‘এই উদ্যোগগুলো জরুরি। এর মাধ্যমে একটি নতুন চিলির প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আরও এগিয়ে যাবো, যে চিলি হবে আরও সুন্দর’।
বিডি প্রতিদিন/ফারজানা