দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, এই সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে নবীন দলের আলোচনায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দেশের কোথাও বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। গতকাল বৃহস্পতিবার মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আগামী দিনেও রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে।
জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুখ, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি ও যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর