৫ অক্টোবর, ২০২২ ১৮:২১

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের শোক

অনলাইন ডেস্ক

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের শোক

(বাম থেকে) নিহত সৈনিক শরিফ হোসেন, জসিম উদ্দিন ও জাহাংগীর আলম।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় এক বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত অবস্থায় প্রাণ হারানো জাহাংগীর আলম, জসিম উদ্দিন ও শরিফ হোসেনের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এছাড়া আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতা কামনা করছি।

এতে আরও বলা হয়, ‘জাতিসংঘ শান্তিরক্ষীরা দায়িত্ব পালনে যথেষ্ট ঝুঁকি নিয়ে থাকেন। যারা শান্তির সেবায় তাদের জীবন ও নিশ্চয়তাকে বাজি রাখে আমরা সবসময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করি এবং তারা সবার শান্তির স্বার্থেই আত্মত্যাগ করেন। আমরা সেই সব বীরকে সম্মান জানাই।’

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে গত ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর