বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এ সরকার পতনের জন্য সব দলের ঐক্যমতে পৌঁছানো জরুরি। তা না হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সুতরাং সরকার পতনে ঐক্যমতের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত 'নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আজকের গণতন্ত্র' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রজন্ম দলের নেতা শাহিনুর মল্লিক জীবনের সভাপতিত্বে ও সারোয়ার হোসেন রুবেলের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা অপর্ণা রায় দাস, জাসাস কেন্দ্রীয় নেতা সুভাষ চন্দ্র দাস, আদাবর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সীমান্ত দাস, শ্রমিক দল নেতা মো. শফিক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা রাজপথে নেমে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার পক্ষে একমত পোষণ করেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, এই সরকার দেশটাকে একটা অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার নেই। কথা বলার অধিকার নেই। প্রতিবাদ করার সুযোগ নেই। মানুষের ঘরে বিদ্যুৎ নেই। খাবার নেই। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ এই সরকারের ক্ষমতায় থাকার আর কোন অধিকার নেই। এই সকল সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পতন। তাই আসুন- সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন