যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে টানা ১৮ দিনের সফর শেষে সোমবার (৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
গত ১৫ সেপ্টেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পরে ১৯ সেপ্টেম্বর লন্ডন সফর শেষে তিনি নিউইয়র্ক যান।
২৪ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার (২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে রওয়ানা হয়ে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে সোমবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১টায় ঢাকায় ফেরেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন