ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বেলা ৩টায় সমাবেশ শুরু হলেও দুই ঘণ্টা আগে থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ইউনিট আওয়ামী লীগের নেতারা।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সাবেক বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ 'বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন