বিএনপির কারাবন্দী জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার বিকেলে প্রথমে শামসুজ্জামান দুদু ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বনানীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এরপর তিনি মোস্তাফিজুর রহমান বাবুলের বারিধারার বাসায় এবং সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেনের উত্তরার বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার এবং পার্থ দেব মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক