নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবারও জামিন আবেদন করেছেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী এ মামলায় জামিন আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন ফখরুল-আব্বাসের জামিনের আবেদন খারিজ করেন।
একই দিনে আদালত মামলায় বিএনপির অপর ২২২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেন। ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের দিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ফখরুল ও আব্বাসকে। পর দিন পল্টন মডেল থানায় মামলা হয়।
বিডি প্রতিদিন/এএ