টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে হাজার হাজার বিদেশি মুসল্লি ইজতেমায় শরিক হচ্ছেন। শুক্রবার পর্যন্ত সৌদি আরব, ভারত, পাকিস্তান, কাতার, জর্ডান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ ৭৫টি দেশের প্রায় চার হাজার বিদেশি মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন এবং অনেকেই এখনো পথে রয়েছেন। চলতি পর্বের আখেরী মোনাজাতের আগ পর্যন্ত তাঁরা ময়দানে আসবেন বলে জানিয়েছেন ইজতেমার প্রথম পর্বের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী মুফতী জহির ইবনে মুসলিম।
আয়োজক কমিটির মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ‘এবার অনেক তাবলীগের সাথী ময়দানে এসেছেন। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ শুরু করেছেন এবং এখনো তা অব্যাহত রয়েছে।’ এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম দিনে টঙ্গীর তুরাগ তীরের বিশাল ময়দানে জায়গা না পেয়ে মানুষ আশপাশের মহাসড়ক, অলিগলি, ফুটপাত, বাড়ির ছাদ, বারান্দায়- যে যেখানে পেরেছেন সেখান থেকেই জুমার নামাজে শরিক হয়েছেন। শুক্রবার দুপুরে দেশের সর্ববৃহৎ এ জুমায় ইজতেমায় থাকা মানুষ ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকেও লোকজনকে এসে নামাজ আদায় করতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক