২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০৮

জনস্বার্থে আরেক পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

অনলাইন ডেস্ক

জনস্বার্থে আরেক পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

পুলিশ সুপার (এসপি) ড. নাজমুল করিম খানকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর