৮ এপ্রিল, ২০২৩ ১৭:১২

‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে একটু সময় বাড়িয়ে দেন’

অনলাইন ডেস্ক

‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে একটু সময় বাড়িয়ে দেন’

সংসদে বক্তব্য রাখছেন তানভীর শাকিল জয় (ইনসেটে)

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যের সময় ফুরিয়ে যাওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নিকট  ‘নাতি কোটায়’ সময় প্রার্থনা করলেন প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শনিবার ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন তানভীর শাকিল জয়। বক্তব্যের একপর্যায়ে তার সময় ফুরিয়ে আসায় স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, নাতি কোটায় আমাকে অল্প একটু সময় বাড়িয়ে দিয়েন, প্লিজ মাননীয় স্পিকার।’ 

এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়। এ সময় সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেও হেসে ফেলেন। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, আর দুই মিনিট বলুন।’ এদিন দুপুরে তানভীর শাকিল জয়ের বক্তৃতাকালে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর