গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মী, সাভারের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে লাশবাহী গাড়িতে সারিবদ্ধভাবে এক নজর দেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তারা। আজ জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।
এর আগে, গতকাল বিকাল ৪টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৪র্থ জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ ফ্রিজাবভ্যান অ্যাম্বুলেন্স গাড়িতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে মরদেহসহ গাড়ি রাখা হয়। এদিন সকাল ৮টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ ধানমন্ডিতে তার নিজ বাসায় নেওয়া হয়। সেখানে এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় বড় ভাইকে শেষ বিদায় জানান। ৮টা ৪৫ মিনিটে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
একইসঙ্গ গতকাল ডা. জাফরুল্লাহর মরদেহ তার স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ১ ঘণ্টা রাখা হয়। এসময় চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীরা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হয়। দুপুর ১টা পর্যন্ত মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দুপুর ২টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক