পবিত্র হজ ও তীর্থ গমনেচ্ছু ৪৫৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কল্যাণ সুবিধার ৩৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৯০১ টাকা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট।
অনলাইন ব্যবস্থায় ‘আরটিজিএস’ এর মাধ্যমে শিক্ষকদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়েছে। ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অনেকেই সারা জীবনের সঞ্চিত কল্যাণ ও অবসর বোর্ডের টাকা দিয়ে শেষ জীবনে হজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাদের বিষয় বিবেচনা করে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করে থাকে। গত ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অন্তত আট হাজার শিক্ষককে বিশেষ বিবেচনায় হজের টাকা প্রদান করা হয়েছে বলে জানান সাজু।
বিডি-প্রতিদিন/বাজিত