অবশেষে তীব্র তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি দেখা মিললো সিলেট ও সুনামগঞ্জে। গত দুই সপ্তাহ সিলেটে তাপপ্রবাহ বেড়ে চলায় এমন অবস্থা। কয়দিনের টানা তাপপ্রবাহের যখন জনজীবনে অস্বস্থি চরমে পৌছেছে, তখন সিলেটের কয়েক স্থানে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।
সোমবার রাত ১০টা থেকে সিলেট নগরে শীতল হাওয়া বইতে শুরু করে। সাড়ে ১১টার দিকে সিলেট নগরের আকাশে বিজলী চমকায় এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ি হয়নি। তবে রাত ৯টা থেকে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও গোয়াইনঘাটে বৃষ্টি হয়।
এরপর রাত ১০টার দিকে ঝড়বৃষ্টিতে রূপ নেয়। এছাড়া নগরসহ দু-একটি উপেজলায় আকাশে মেঘের গর্জন ও গুড়ি গুড়ি শুরু হয়। রাতে পুরো জেলায় বৃষ্টির আশা করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে সিলেটে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস। আগামি কাল তাপমাত্রা সম্ভাব্য ৩৯ ডিগ্রী দেখানো হয়েছে। গত দুই সপ্তাহ ধরে এভাবে দেশে টানা তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গরমের কারণে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ সজিব হোসেন গণমাধ্যমকে জানান, কোম্পানীগঞ্জসহ দু’একটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। রাতে পুরো সিলেটেই বৃষ্টি হতে পারে, আমরা আগেই এমন আভাস দিয়েছিলাম।
এদিকে, বিদ্যুতের লোকুচরি যখন হাঁসফাঁস অবস্থা তখন বৃষ্টির ছোঁয়া পেল সুনামগঞ্জবাসীও। সোমবার রাত পৌনে ১১টায় সুনামগঞ্জ শহরে ও আশপাশের এলাকায় ১০ থেকে ১৫ মিনিট হালকা বৃষ্টি হয়। এছাড়াও জেলার কয়েকটি উপজেলায়ও বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক