ঈদুল ফিতরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বুধবার রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
তিনি জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টা থেকে বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব, সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।উল্লেখ্য, করোনা মহামারির কারণে কয়েক বছর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ