সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (৭ মে) সকালে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।
কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন জানান, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে ওই শ্রেণিকক্ষের একটি ফ্যান চলমান অবস্থায় হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। এ ঘটনার পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে।
সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ডানহাতে, একজন গালে ও আরেকজন মাথায় আঘাত পায়। তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ