৬ জুন, ২০২৩ ০৬:৪০

আজ থেকে কোরিয়ান রেকে চলবে সুবর্ন এক্সপ্রেস

অনলাইন ডেস্ক

আজ থেকে কোরিয়ান রেকে চলবে সুবর্ন এক্সপ্রেস

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো রেক বদলে আজ মঙ্গলবার সকাল থেকে সুবর্ণ এক্সপ্রেস সদ্য আমদানিকৃত কোরিয়ান রেক নিয়ে চলবে।

সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ ভ্রমণের সুবিধার্থে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কোরিয়া হতে সদ্য আমদানীকৃত নতুন কোচ দ্বারা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রেন দুটির নাম্বার হচ্ছে ৭০১ ও ৭০২। প্রতিস্থাপিত নতুন কোরিয়ান রেক দ্বারা আগামী ৬ জুন থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হবে।

নতুন রেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৩৬টি বগির উপর থাকবে ১৮টি কোচ। পুরো রেকের আসন সংখ্যা হবে ৮৯০টি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর