পদায়ন করা হয়েছে ৪০তম বিসিএস পুলিশ কর্মকর্তাদের। নিয়োগ পাওয়া ৯৭ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিট, মেট্রোপলিটন ও জেলায় পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন সই করা এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৯৭ জনকে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তারা। শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে থাকার পর প্রথমবারের মতো তাদেরকে পুলিশের বিভিন্ন ইউনিট, মেট্রোপলিটন ও জেলায় পদায়ন করা হলো।
বিডি প্রতিদিন/আরাফাত